Basic English Topic :- Completing Sentences with analysis আজ পর্ব 03:- খুবই গুরুত্বপূর্ণ
▶#Whether......Or কানেক্টর।
এই শব্দটি দ্বারা কি বুঝায় অথবা কি অর্থে ব্যবহার করা হয় তা ক্লিয়ার করার চেষ্টা করছি :-
▶ whether.....Or.
• আসবে কি আসবে না
• পড়বে কি পড়বে না
• ধনী কি দরিদ্র
• হও বা না হও
• হবে কি হবে না
ইত্যাদি ইত্যাদি প্রভৃতির ন্যায় অর্থ প্রকাশে whether....or ব্যবহার করা হয়।
উদাহরণ দিয়ে বিষয়টি পরিষ্কার করছি : :-
যেমনঃ
• I don't know whether he comes or not.
বাক্যটি ভালো করে লক্ষ্য করুন, "whether he comes or not" = সে আসবে কি আসবে না,
I don't know = আমি জানিনা।
সুতরাং এতটুকুতে বুঝতে পারলাম যে, I don’t know whether he comes or not = সে আসবে কি আসবে না আমি জানি না।
▶ আরেকটি উদাহরণ হিসেবে বলা যায় :-
যেমনঃ
• Whether a nation rich or poor depends on education.
বাক্যটি ভালো করে খেয়াল করুন,
" Whether a nation rich or poor" = "একটি দেশ ধনী কি দরিদ্র"।
"Depends on Education"= "শিক্ষার উপর নির্ভর করে"।
সুতরাং এতটুকুতে পুরো অর্থটা দাড়ালো = একটি দেশ ধনী কি দরিদ্র শিক্ষার উপর নির্ভর করে।
▶সাধারণভাবে আরেকটা উদাহরণ দেই:-
যেমনঃ
• It is all the same to me whether you agree to my proposal or not.
অর্থাৎ তুমি আমার প্রস্তাবে রাজি হও বা না হও এটা আমার কাছে একই।
▶#Moreover/Furthermore/ in addition/ Besides কানেক্টর :-
যা পূর্বে উল্লেখ করা হয়েছে তার সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রধান করতে এই কানেক্টর গুলো ব্যবহার করা হয়।এই চারটি কানেক্টর দেখতে ভিন্ন হলেও বা অর্থ দেখতে ভিন্ন হলেও তারা একই অর্থ প্রকাশ করবে।
অর্থাৎ,
• Moreover/ Furthermore = অধিকন্তু।
• in addition = আরও।
• besides = ব্যতিত।
উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করছি :-
যেমনঃ
• Travelling has a great importance in our life. It helps us to learn many things practically. Moreover, it also removes our monotony.
উপরের Comprehension টিতে আমরা শেষ বাক্যে "Moreover" দেখতে পারছি। অর্থাৎ এই "Moreover" স্থলে বাকী তিনটি কানেক্টর ব্যবহার করলেও একই অর্থ প্রকাশ করবে।
▶ #In_spite_of/Despite/ Notwithstanding কানেক্টর :-
এই তিনটি কানেক্টর "সত্বেও" অর্থ প্রকাশ করতে ব্যবহার করা হয়।
উদাহরণ দিয়ে বিষয়টি ক্লিয়ার করছি :-
যেমনঃ
• In spite of his having vast wealth, he is not happy.
বাক্যটি ভালো করে লক্ষ্য করুন,
"Having vast wealth = "তার অগাধ সম্পত্তি"
" he is not happy = সে সুখী নয়"
কি বুঝতে পারলাম, "তার অগাধ সম্পত্তি, সে সুখী নয়" এই বাক্যটিতে জাস্ট শুরুতে in spite of = সত্বেও, যোগ করে দেওয়ার কারনে পুরো বাক্যটি অর্থবোধক সামঞ্জস্যতা পেয়েছে, অর্থাৎ তার অগাধ সম্পত্তি থাকা সত্ত্বেও সে সুখী নয়।
▶ আরেকটি উদাহরণ দেই:-
যেমনঃ
• Despite raining, Sahed went to college.
অর্থাৎ, বৃষ্টি সত্বেও সাহেদ কলেজে গিয়েছিল।
▶ আরেকটি উদাহরণ দেখুন:-
যেমনঃ
• Notwithstanding his poverty, he help the poor.
অর্থাৎ, দরিদ্রতা সত্বেও সে গরীবদের সাহায্য করে।
THANKS TO ALL
MD SAHEDUR RAHMAN SAHED
এই শব্দটি দ্বারা কি বুঝায় অথবা কি অর্থে ব্যবহার করা হয় তা ক্লিয়ার করার চেষ্টা করছি :-

• আসবে কি আসবে না
• পড়বে কি পড়বে না
• ধনী কি দরিদ্র
• হও বা না হও
• হবে কি হবে না
ইত্যাদি ইত্যাদি প্রভৃতির ন্যায় অর্থ প্রকাশে whether....or ব্যবহার করা হয়।
উদাহরণ দিয়ে বিষয়টি পরিষ্কার করছি : :-
যেমনঃ
• I don't know whether he comes or not.
বাক্যটি ভালো করে লক্ষ্য করুন, "whether he comes or not" = সে আসবে কি আসবে না,
I don't know = আমি জানিনা।
সুতরাং এতটুকুতে বুঝতে পারলাম যে, I don’t know whether he comes or not = সে আসবে কি আসবে না আমি জানি না।

যেমনঃ
• Whether a nation rich or poor depends on education.
বাক্যটি ভালো করে খেয়াল করুন,
" Whether a nation rich or poor" = "একটি দেশ ধনী কি দরিদ্র"।
"Depends on Education"= "শিক্ষার উপর নির্ভর করে"।
সুতরাং এতটুকুতে পুরো অর্থটা দাড়ালো = একটি দেশ ধনী কি দরিদ্র শিক্ষার উপর নির্ভর করে।

যেমনঃ
• It is all the same to me whether you agree to my proposal or not.
অর্থাৎ তুমি আমার প্রস্তাবে রাজি হও বা না হও এটা আমার কাছে একই।

যা পূর্বে উল্লেখ করা হয়েছে তার সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রধান করতে এই কানেক্টর গুলো ব্যবহার করা হয়।এই চারটি কানেক্টর দেখতে ভিন্ন হলেও বা অর্থ দেখতে ভিন্ন হলেও তারা একই অর্থ প্রকাশ করবে।
অর্থাৎ,
• Moreover/
• in addition = আরও।
• besides = ব্যতিত।
উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করছি :-
যেমনঃ
• Travelling has a great importance in our life. It helps us to learn many things practically. Moreover, it also removes our monotony.
উপরের Comprehension টিতে আমরা শেষ বাক্যে "Moreover" দেখতে পারছি। অর্থাৎ এই "Moreover" স্থলে বাকী তিনটি কানেক্টর ব্যবহার করলেও একই অর্থ প্রকাশ করবে।

এই তিনটি কানেক্টর "সত্বেও" অর্থ প্রকাশ করতে ব্যবহার করা হয়।
উদাহরণ দিয়ে বিষয়টি ক্লিয়ার করছি :-
যেমনঃ
• In spite of his having vast wealth, he is not happy.
বাক্যটি ভালো করে লক্ষ্য করুন,
"Having vast wealth = "তার অগাধ সম্পত্তি"
" he is not happy = সে সুখী নয়"
কি বুঝতে পারলাম, "তার অগাধ সম্পত্তি, সে সুখী নয়" এই বাক্যটিতে জাস্ট শুরুতে in spite of = সত্বেও, যোগ করে দেওয়ার কারনে পুরো বাক্যটি অর্থবোধক সামঞ্জস্যতা পেয়েছে, অর্থাৎ তার অগাধ সম্পত্তি থাকা সত্ত্বেও সে সুখী নয়।

যেমনঃ
• Despite raining, Sahed went to college.
অর্থাৎ, বৃষ্টি সত্বেও সাহেদ কলেজে গিয়েছিল।

যেমনঃ
• Notwithstanding
অর্থাৎ, দরিদ্রতা সত্বেও সে গরীবদের সাহায্য করে।
THANKS TO ALL
MD SAHEDUR RAHMAN SAHED
Comments
Post a Comment