'Enrich your vocabulary & grammatical knowledge; & Get higher marks in English' Part-8: English
বিসিএস (লিখিত) পরীক্ষায় ইংরেজি বিষয়ে ২০০ নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সুতরাং লিখিত পরীক্ষায় অধিক নাম্বার অর্জনে ইংরেজিতে অধিক নাম্বার পাওয়া অত্যাবশ্যকীয়। সিলেবাস অনুযায়ী ইংরেজি বিষয়কে ২ টি ভাগে ভাগ করা হয়েছে।



1. Reading Comprehension:
এই অংশে Reading Comprehension-র
A.Thematic Questions(30):
-এই অংশে ১০ টি প্রশ্নের উত্তর দিতে হয়, যা Reading Comprehension থেকে করা হয়।
-প্রশ্নানুসারে simple sentence-এ উত্তর করবেন।
-WH Question-র উত্তর কিভাবে করতে হয়, সেটা practice করতে হবে।
-আগে প্রশ্ন পড়ে নিবেন, তারপর 'passage' পড়বেন। এতে করে অপেক্ষাকৃত কম সময় লাগবে।

-অ্যাসিওরেন্স গাইড
B. Join the sets of sentences into one sentence (by using Relative Pronouns & Conjunctions):
-এই অংশের জন্য সংশ্লিষ্ট বই ভাল করে practice করতে হবে।

-অ্যাসিওরেন্স গাইড
-Master English Grammar
C. Appropriate Word Meaning:
-এই অংশে ভোকাবুলারি জানার বিকল্প নাই।

-অ্যাসিওরেন্স গাইড
D. Fill in the table by putting words in the empty cells according to their parts of speech:
-এই অংশের জন্য 'Parts of Speech' এর উপর ভাল দক্ষতা থাকা জরুরি।

-অ্যাসিওরেন্স গাইড
-Master English Grammar
E. Use of appropriate capitalization,
-নিয়মগুলো ভালোভাবে জানতে হবে।
-প্রস্তুতিতে কম সময় ব্যয় করুন।

-অ্যাসিওরেন্স গাইড
F. Make sentences with the words/
-এক্ষেত্রে ভোকাবুলারি ও তার ব্যবহার সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।

-অ্যাসিওরেন্স গাইড
2.Summary Writing(20):
-প্রস্তুতিতে কম সময় ব্যয় করুন।
-'Passage'-টি ভাল করে বোঝার পরে লেখা শুরু করবেন।
-'Simple Sentence'-এ লিখবেন।
-'Passage' থেকে সরাসরি কোন 'sentence' লিখবেন না।

-অ্যাসিওরেন্স গাইড
3.Letter Writing(20):
-প্রস্তুতিতে কম সময় ব্যয় করুন।
-শুধুমাত্র 'Letter' লেখার নিয়মগুলো শিখে যাবেন।
-'Letter' লিখতে বাম পাশের পৃষ্ঠা থেকে লেখা শুরু করবেন।

-অ্যাসিওরেন্স গাইড

1.Essay(50):
-বাংলা রচনার পাশাপাশি প্রস্তুতি নিবেন।
-গুরুত্বপূর্ণ রচনার সাজেশন করে নিবেন।
-সাজেশন করার পরে কোটেশন, চিত্র ও তথ্য সংগ্রহ করবেন।
-সবার শেষে 'Essay' লিখবেন।
-কোটেশন ও গুরুত্বপূর্ণ তথ্য লিখতে কালার পেন (নীল) ব্যবহার করবেন।
-চিত্র দিতে পেন্সিল ব্যবহার করবেন।
-অপরিকল্পিত ১৬ পেজ রচনা লেখার থেকে পরিকল্পিত ১০/১২ পেজ লিখবেন।
★গুরুত্বপূর্ণ রচনা:
-Terrorism: A Global Threat
-Climate Change & its Impact on Bangladesh
-Natural Resources in Bangladesh
-Globalization & its influences in Bangladesh
-Good Governance
-Food Security: Crisis in Bangladesh
-Influence of Social Networking in Bangladesh
-Digital Bangladesh
-Information Technology: Problems & Prospects
-RMG & Economic Development of Bangladesh
-Historical places in Bangladesh
-Women empowerment & Development in Bangladesh

-অ্যাসিওরেন্স গাইড
2.Translation (Bangla to English)(25):
-বাংলার পাশাপাশি প্রস্তুতি নিবেন।
-অনুবাদ লেখার আগে রাফ করে নিবেন।
-যারা ভোকাবুলারিতে দক্ষ তারা সুবিধা পাবেন।

-অ্যাসিওরেন্স গাইড
3. Re-translation (English to Bangla)(25):
-ভাবানুবাদ করার চেষ্টা করবেন।
-অনুবাদ লেখার আগে রাফ করে নিবেন।
-ডেইলি স্টার সম্পাদকীয় প্র্যাকটিস করার দরকার নাই (নিজস্ব অভিমত)। কারণ এতে অনেক সময় ব্যয় হবে, কিন্তু কাজের কাজ হবে না। ঐ সময়কে অন্যকিছু প্রস্তুতিতে ব্যয় করুন।
Comments
Post a Comment